রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারে মাহফিল থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামু ঝিলংজায় কাভার্ডভ্যানের ধাক্কায় আব্দুল্লাহ আল ফয়সাল (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঝিলংজা মুক্তারকুল এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিক ইমরান জানায়- মোটরসাইকেল যোগে কক্সবাজার শহর থেকে ঝিলংজা মুক্তারকুলে একটি মাহফিলে যায়, সেই মাহফিল থেকে ফেরার পথে মহাসড়কে একটি কাভার্ডভ্যান তাকে
ধাক্কা দেয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবক আব্দুল্লাহ আল ফয়সাল চাকমারকুল ৮নং ওয়ার্ডে দক্ষিণ সাহামদের পাড়া এলাকার বাসিন্দা। তারা কক্সবাজার শহরে ভাড়া বাসায় থাকতেন।তিনি এক সন্তানের জনক ছিলেন।

এদিকে তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


আরো খবর: