বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৪৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারে মাদক মামলায় এক রোহিঙ্গার যাবজ্জীবন

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৯ আগস্ট, ২০২৩

কক্সবাজারে ক্রিস্টাল আইস মেথ পাচারের দায়ে এক রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) দীলিপ কুমার ধর।দণ্ডিত সৈয়দুল ইসলাম টেকনাফ উপজেলার হ্নীলা জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/৩ এর বাসিন্দা।

মামলার বরাত দিয়ে এপিপি দীলিপ কুমার ধর বলেন, ২০২২ সালের ১৯ মে রাতে টেকনাফ জোড়া বিএসপি খাল থেকে মাদকের বড় চালান পাচারের খবর পেয়ে বিজিবি-২ এর সদস্যরা অবস্থান নেন।

তিনি বলেন, এক পর্যায়ে কেওড়া বাগান থেকে আসা সন্দেহজনক সৈয়দুল ইসলামকে আটক করে বিজিবি। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন পালিয়ে যান।

এপিপি আরও বলেন, পরে তার দেহ তল্লাশি করে গামছা মোড়ানো এক কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল আইস মেথ জব্দ করা হয়।

এরপর তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচার কার্য শেষে আদালত এ রায় দেয়।

রায়ে আদালত আসামি সৈয়দুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে দুই লাখ টাকা জরিমানা; অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।


আরো খবর: