শিরোনাম ::
পোশাকে লেখায় ৮০ ছাত্রীকে বাড়ি পাঠানো হলো শার্ট ছাড়াই ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি ইউরোপীয় ইউনিয়ন প্রধান থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতাকে ফের ধরল পুলিশ রিজার্ভ চুরির ৮০% অর্থ ফেরত এসেছে লস অ্যাঞ্জেলেসের দাবানল থেকে পালিয়ে আসার ‘নারকীয়’ অভিজ্ঞতা দ্বিতীয় চালানে ভারত থেকে এলো ২৭ হাজার টন চাল বাড়ি বাড়ি ভোটার হালনাগাদে প্রশিক্ষণ ব্যয় ১০ কোটি টাকা পেকুয়ায় জামায়াত ইসলামির দাওয়াতি প্রোগ্রাম ও পথসভা দ্রুতই ‘রোডম্যাপ’ দিয়ে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চায় সরকার মহেশখালীতে পুলিশের অভিযানে হত্যা ও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪ 
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারে বেপরোয়া মোটরসাইকেল চোর সিন্ডিকেট—চক্রের তিন সদস্য আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩

কক্সবাজারে হঠাৎ বেপরোয়া হয়ে উঠেছে মোটরসাইকেল চোর সিন্ডিকেট। প্রতিনিয়তই জেলার কোন না কোন এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। সংঘবদ্ধ চোরদের দৌরাত্ম্যে অসহায় হয়ে পড়েছেন মোটরসাইকেল মালিকরা।

অনুসন্ধানে জানা গেছে, গত দু’মাসে জেলা বিভিন্ন উপজেলা থেকে জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও শিক্ষার্থীসহ অন্তত অর্ধ শত জনের মোটরসাইকেল চুরি হয়েছে। একাধিক সংঘবদ্ধ চোর চক্র ‘মাষ্টার কি’র সাহায্যে যেকোনো মোটরসাইকেলের তালা খুলে চুরি করে নিয়ে যায়।

একটি মোটরসাইকেল চুরির সময় চোর থাকে ৫ থেকে ৭ জন। চুরির সময় থাকে ৩ থেকে ৪ জন। একজন চুরি করে আর বাকিদের একজন চালককে অনুসরণ করে এবং এক বা একাধিকজন আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

চুরির পর সেই মোটরসাইকেল দ্রুত পার্শ্ববর্তী কোন বিভিন্ন কারখানায় নিয়ে রাখা হয়। এরপর সুযোগ বুঝে অপর দু’জন বিক্রির জন্য অন্যত্র নিয়ে যায়। এতে করে চুরির আতঙ্কে আছেন মালিকরা। সতর্ক থাকার পরও অনেক মালিককে হারাতে হচ্ছে শখের মোটরসাইকেলটি।

এমতাবস্থায় জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) অভিযান চালিয়ে ৩টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য আটক করেছে। আটককৃতরা হলেন- চকরিয়া উপজেলাধীন হারাবাং এলাকার জামাল উদ্দিনের ছেলে হোসাইন (৩৬), ফরিদুল আলমের ছেলে মো. কাইছার (৩০) ও বান্দরবান জেলার লামা থানাধীন সুদা বাদিপাড়া এলাকার হাসেম মোল্লার ছেলে জোহার ইসলাম সায়েম (২৮)।

বৃহস্পতিবার ও শুক্রবার (২৯ ও ৩০ ডিসেম্বর) রাতে চকরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ।

ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, কক্সবাজার গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ায় অভিযান চালায়। এসময় ৩টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করেন। প্রাথমিক তদন্তে ধৃতরা আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য এবং কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রাম জেলাসহ বিভিন্ন স্থান থেকে অন্যান্য সক্রিয় চোর চক্রের সহায়তায় গাড়ি চুরি করে ইঞ্জিন ও চেসিস নম্বর আংশিক পরিবর্তন করে ক্রয়-বিক্রয় করে আসছে।


আরো খবর: