শিরোনাম ::
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারে বাস চাপায় কলেজছাত্র নিহত

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১০ এপ্রিল, ২০২২

কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের বাংলাবাজার অংশে যাত্রীবাহি বাসের ধাক্কায় সিএনজি অটোরিক্সা আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছে। তার নাম হোসেন সোয়াত (১৮)। এঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

রোববার বেলা ১১টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসেন সোয়াত ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকার মৃত জহির আহমদের ছেলে। সে কক্সবাজার সিটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা স্বাধীন ট্রাভেলসের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চাপা পড়ে সিএনজি অটোরিক্সার চার যাত্রী। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক হোসেন সোয়াতকে মৃত ঘোষণা করে। বাকি তিনজনে সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে রামু তুলাবাগান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ

জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে নেয়া হলে একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো খবর: