শিরোনাম ::
কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু উখিয়ার শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় আটক-১ “নদী ভাঙ্গন ঠেকাও,কোনাখালী বাসীকে বাঁচাও” কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিংয়ের উদ্বোধন উখিয়ার সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম-দুর্নীতি! ঈদগাঁওতে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে রামুর দুই যুবকের মৃত্যু, স্বজনদের আহাজারি
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারে তারুণ্যের উৎসব উপলক্ষে র‍্যালি ও তায়কোয়ানডো প্রতিযোগিতা

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কক্সবাজারে তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে র‍্যালি ও তায়কোয়ানডো প্রতিযোগিতা।

বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এবং বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের আয়োজনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ”- এ শ্লোগানকে সামনে রেখে র‌্যালিটি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ইনডোর স্টেডিয়াম চত্বর থেকে বের হয়ে স্টেডিয়াম সড়ক প্রদক্ষিণ করে।

পরে ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তায়কোয়ানডো একটি ফিজিক্যাল ফিটনেস এবং সুশৃঙ্খল খেলা।

এ ছাড়া তরুণ সম্ভাবনাময় এসব খেলোয়াড়রা একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে বেড়ে উঠার গুণাবলীগুলো ক্রীড়ার সাথে সম্পৃক্ত থেকে অর্জন করতে পারে বলে উল্লেখ করেন জেলা প্রশাসক।

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানার সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক নিজামউদ্দিন আহমেদ,জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈনুদ্দিন মিল্কী, তায়কোয়ানডো ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক শেখ মো: আব্দুল্লাহ, ক্রীড়া সংগঠক সরোয়ার রোম্মনসহ ছাত্র প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

এসময় তায়কোয়ানডো ফেডারেশনের জাতীয় ও জেলা সদস্যসহ বিভিন্ন খেলোয়াড় ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে তায়কোয়ানডো প্রদর্শনী ও প্রতিযোগীতার বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে জেলার বিভিন্নজ তায়কোয়ানডো সংগঠনের ২৫০জন খেলোয়াড় অংশ নেয়।


আরো খবর: