শিরোনাম ::
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করছে স্কাস-জেপিটিটিসি

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) ও জেপি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (জেপিটিটিসি)।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ এপ্রিল) ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)-এর অর্থায়নে কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এবং জেপি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (জেপিটিটিসি) এর বাস্তবায়নে উখিয়ায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী জেনারেল কেয়ার গিভিং (লেভেল-২) প্রশিক্ষণ কার্যক্রম।

সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) ট্রেনিং সেন্টারে আয়োজিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন তরুণ রাজনীতিবিদ সাদমান জামি চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাইদ মুহাম্মদ আনোয়ার।

অতিথিরা বলেন, জেনারেল কেয়ার গিভিং প্রশিক্ষণ স্থানীয় জনগণের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার নতুন সুযোগ সৃষ্টি করবে। তারা স্থানীয় যুব সমাজের দক্ষতা বৃদ্ধিতে এই ধরনের আরও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশীয় ও আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানে অতিথিরা প্রশিক্ষণার্থীদের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্কাসের সহকারী পরিচালক তারিকুল ইসলাম, উখিয়া অনলাইন প্রেস ক্লাবের অর্থ সম্পাদক এইচ কে রফিক উদ্দিন।


আরো খবর: