শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারে চালু হল বিআরটিসির দোতলা ‘পর্যটক বাস’

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
কক্সবাজারে চালু হল বিআরটিসির দোতলা ‘পর্যটক বাস’


পর্যটন নগরী কক্সবাজারে প্রথমবারের মতো চালু হয়েছে বিআরটিসির দোতলা সিটি বাস সার্ভিস। বাসগুলোকে ট্যুরিস্ট বাস নাম দিলেও স্থানীয়রাও যাতায়াত করতে পারবেন এ সিটি বাসে করে। কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে শহরের শহীদ স্মরণী মোড় অর্থাৎ ঘুন গাছতলা পর্যন্ত নিয়মিত চলাচল করবে দোতলা বাসগুলো। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে এ বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

দোতলা বাসগুলোর প্রতিটি বাসে ৭৫টি করে আসন রয়েছে। রেলস্টেশন থেকে ডলফিন মোড় পর্যন্ত জনপ্রতি ভাড়া পড়বে ১৫ টাকা, সুগন্ধা মোড় ২০, লাবনী মোড় ২৫, হলিডে মোড় ৩০ টাকা ও ঘুন গাছতলা ৩৫ টাকা।

প্রথম দিনেই যাত্রীতে ভরা ছিলো বাসগুলো। যাত্রীরা বলছেন, সরকারি এমন সেবার মাধ্যমে অটোচালকদের দৌরাত্ম কমবে।

যাত্রীরা জানান, রেলস্টেশন থেকে ডলফিন মোড়ে যেতে চাইলে অটোওয়ালা ১৫০ থেকে ২০০ টাকা ভাড়া চেয়ে বসেন, যা খুবই ব্যয়বহুল। বিআরটিসির এই সার্ভিস খুব ভালো উদ্যোগ। আমরা এমন উদ্যোগকে স্বাগত জানাই।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মোহাম্মদ মাসুদ রানা বলেন, ট্রেনের যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় সেকারণেই এ সার্ভিসটি চালু করা হয়েছে। যেখানে নামমাত্র মূল্যে পর্যটকরা কক্সবাজার শহরে যাতায়াত করতে পারবেন। এছাড়া কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কেও বিআরটিসির ছাদখোলা বাস সার্ভিস চালু হচ্ছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন বলেন, প্রথম দিকে দুটো বাস দিয়ে চালু করা হচ্ছে এই সিটি সার্ভিস। যেহেতু প্রতিদিন সকাল ৭টা ২০ মিনিটে ট্রেন আসে, তার সঙ্গে সঙ্গতি রেখেই কক্সবাজারে সকাল সাড়ে ৭টায় রেলস্টেশন থেকে এই দোতলা বাসগুলো ছাড়বে।

আইএ

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::কক্সবাজারে চালু হল বিআরটিসির দোতলা ‘পর্যটক বাস’ first appeared on DesheBideshe.



আরো খবর: