শিরোনাম ::
লালমনিরহাটে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে বৈঠক স্ত্রীসহ অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যানের মরদেহ উদ্ধার পেকুয়ায় ভূপৃষ্ঠের উপরে নান্দনিক স্টেডিয়ামের উদ্বোধন রমজান উপলক্ষে ১২৯৫ বন্দিকে মুক্তির নির্দেশ আমিরাত প্রেসিডেন্টের ডেভিল হান্টে কসবার সাবেক মেয়র জুয়েল গ্রেপ্তার গোপনে স্যার আমাকে প্রভা আপুর ভিডিও দেখিয়েছে : মিষ্টি জান্নাত মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত সিনেমার মেঘমল্লার কাল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে ৩ লাখ মানুষের সমাগমের প্রত্যাশা প্রতিবন্ধী স্কুলের স্বীকৃতি-এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান হেনার মেয়ের আবদার ফেলতে পারেননি বকুল!
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ওয়ালটন বীচ ফুটবল টুর্নামেন্ট শুরু ৯ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
আপডেট: শনিবার, ৮ জানুয়ারি, ২০২২

পর্যটন নগরী কক্সবাজারে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ওয়ালটন বীচ ফুটবল টুর্নামেন্ট।

৯ জানুয়ারী (রবিবার) সকাল ১০টায় সৈকতের সী-গাল পয়েন্টে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। ওয়ালটন বীচ ফুটবলের ৯ম এই আসরে অংশ নিচ্ছে ৮টি দল। দলগুলো হলো-ফুটবল ক্লাব মহেশখালী। আবাহনী ক্রীড়া চক্র, কোটবাজার খেলোয়াড় সমিতি, ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ, বাঁশ কাটা খেলোয়াড় সমিতি, ইয়ংমেন্স ক্লাব, মালুমঘাট ক্রীড়া সংস্থা ও শতদল ক্লাব।

শনিবার (৮ জানুয়ারী) জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহিদ ইকবাল। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এফ. এম ইকবাল বিন আনোয়ার ডন।

সংবাদ সম্মেলনে এফ. এম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, বিশ্ব পর্যটন শিল্পে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। পর্যটন শিল্পের পাশাপাশি কক্সবাজারে স্পোর্টস ট্যুরিজম ক্ষেত্র তৈরি করতে পারলে বিশ্বে কক্সবাজার তথা পর্যটন শিল্পকে উপস্থাপন করা যাবে। এ লক্ষে কাজ করে যাচ্ছে ওয়ালটন গ্রুপ।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, অনুপ বড়ুয়া অপু, আফসার উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সম্পাদক হারুন অর রশিদ, নির্বাহী সদস্য এম.আর মাহবুব, আলী রেজা তসলিম, জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিল্কী ও জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মাহবুবুর রহমান।
খেলায় চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজ মানি, সেরা খেলোয়াড় ও সেরা গোলদাতার পুরস্কার দেয়া হবে।


আরো খবর: