বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ওয়াশিংটন দূতাবাসে অর্থ আত্মসাতের ঘটনায় প্রাথ‌মিক তদন্ত সম্পন্ন

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪


ঢাকা, ২১ নভেম্বর – আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাংলাদেশের যুক্তরাষ্ট্র মিশনে অর্থ আত্মসাতের ঘটনায় সরকার প্রাথমিক তদন্ত করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্র মিশনে সদ্য পতিত সরকারের সময়ে যে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছিল তদন্ত প্রতিবেদন অগ্রগতি এবং ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে মন্ত্রণালয় ব্যবস্থা নিয়েছে কি না-জানতে চাওয়া হলে তৌফিক হাসান বলেন, এ ব্যাপারে এরই মধ্যে একটি প্রাথমিক তদন্ত হয়েছে। সেটার পরিপ্রেক্ষিতে আরও অধিকতর তদন্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ তদন্ত দ্রুত সম্পাদিত হবে। দ্বিতীয় দফা তদন্ত হওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

আগামী ২৪ নভেম্বর ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিতীয় রাজনৈতিক সংলাপে বসছে বাংলাদেশ ও বেলজিয়াম। সংলাপে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক নানা দিক নিয়ে আলোচনা হবে জানিয়ে মুখপাত্র বলেন, বাংলাদেশ ও বেলজিয়ামের মধ্যে অতিরিক্ত পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিতীয় রাজনৈতিক সংলাপ আগামী ২৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। সংলাপে দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হবে বলে আশা করা যাচ্ছে।

তৌফিক হাসান বলেন, পাশাপাশি ইইউ-বাংলাদেশ সম্পর্ক এবং বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হবে।



আরো খবর: