মুম্বাই, ২৪ মার্চ – প্রায় এক বছর ধরে জল্পনা চলেছিল, বিচ্ছেদের পথে হাঁটছেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন। বিশেষত, অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে একসঙ্গে প্রবেশ না করায় এই জল্পনা আরও ঘনীভূত হয়েছিল। তার পর থেকে একসঙ্গে দেখা যায়নি বচ্চন দম্পতিকে। যদিও আরাধ্যার জন্মদিন নাকি একসঙ্গেই উদ্যাপন করেছিলেন তাঁরা। তার পরই আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে একসঙ্গে হাজির হন বচ্চন দম্পতি। সেখানে জল্পনার অবসান ঘটিয়ে তারকা জুটি এই বার্তাই দেন যে, দিব্যি একসঙ্গে রয়েছেন তাঁরা। বিয়ের প্রায় ১৭ বছর পার করে ফেলেছেন একসঙ্গে, কিন্তু ঐশ্বর্যার ফোন এলেই বুক দুরুদুরু করে অভিষেকের।
সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন অভিষেক। নিজের সদ্য মুক্তি পাওয়া ‘আই ওয়ান্ট টু টক’ ছবির জন্য পুরস্কৃত হন। সেখানেই তাঁকে জিজ্ঞেস করা হয়, বাস্তব জীবনে কার কাছ থেকে এই চারটি বাক্য, অর্থাৎ আমি কথা বলতে চাই শুনলে বেশ চাপেই পড়ে যান জুনিয়র বচ্চন। তাতেই অভিনেতা সাফ বলেন, ‘‘যখনই আমার স্ত্রী ঐশ্বর্যা ফোন করে বলেন তিনি কিছু বলতে চান, আমি খুব দুশ্চিন্তায় পড়ে যাই!’’
আইএ/ ২৪ মার্চ ২০২৫
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ঐশ্বর্যার থেকে যে চারটি শব্দ শুনলেই, ভিতরে ভিতরে উদ্বেগ শুরু হয় অভিষেকের first appeared on DesheBideshe.