শিরোনাম ::
কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করছে স্কাস-জেপিটিটিসি উখিয়া থেকে অপহৃত রোহিঙ্গা শিশুর লাশ মিলল সাতকানিয়ায়,আটক ১ চকরিয়ায় লোকালয়ে ঢুকে পড়া দলছুট বন্যহাতির আক্রমণে কৃষক নিহত রামুতে সা.কা চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার স্বাক্ষ্যদানকারী আটক রামু প্রেস ক্লাবের জরুরী সভায় সাংগঠনিক সম্পাদকসহ ৫ জন বহিস্কার চকরিয়ায় গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন চকরিয়ায় বন্যহাতির আক্রমণে কাঠুরিয়া নিহত, রাতে জঙ্গল থেকে মরদেহ উদ্ধার টেকনাফে মুক্তিপণে ছাড়া পেল অপহৃত দুইজন অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারসহ ১১ বাংলাদেশি জেলেকে তুলে নিয়ে গেল আরাকান আর্মি ৩০০ জনের বিরুদ্ধে মামলা, আটক যুবক কারাগারে
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

এর চেয়ে খারাপ দৃষ্টান্ত আর কিছু হতে পারে না

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ৮ মার্চ, ২০২৫


ঢাকা, ০৫ মার্চ – জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সোশ্যাল মিডিয়ায় নানা বিষয় নিয়ে সোচ্চার থাকেন। স্পষ্টভাষী হিসেবে তার সুনাম আছে। অনেক সময় বিতর্কের মুখেও পড়ে যান তিনি। সেগুলো সামলে উঠেন বুদ্ধিমত্তা দিয়ে। তবে যতো তেতোই হোক, সত্য কথা বলতে পিছপা হন না তিনি।

গতকাল ৪ মার্চ তিনি ফেসবুকে লিখেছেন ধর্ষকদের শাস্তি না হওয়ার আক্ষেপ নিয়ে। প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ধর্ষকেরা কীভাবে জামিন পায়?কথা বলেছেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও।

ফেসবুক ভেরিফায়েড পেজে একটি সংবাদমাধ্যমের ফটোকার্ড শেয়ার করে ক্যাপশনে শবনম ফারিয়া লিখেছেন, ‘যেখানে ধর্ষকের শাস্তি আমরা মৃত‍্যুদন্ড চাই, সেখানে তারা জামিন পেয়ে ঘুরে বেড়াবে? এখানে যা বলা হচ্ছে তা যদি সত‍্যি হয়, এর থেকে ন্যক্কারজনক কিছু হতে পারে না।’

এ অভিনেত্রী আরও লেখেন, ‘যদি সত‍্যি জামিন হয়ে থাকে, তাকে যারা জামিন দিয়েছেন কিংবা এই প্রসেসের সঙ্গে জড়িত, তাদেরও শাস্তির আওতায় আনা জরুরি। দেশের আইনশৃঙ্খলার অবস্থা এমনিই খারাপ, তার মধ‍্যে যদি এমন সব ঘটনাও ঘটে, এর থেকে খারাপ দৃষ্টান্ত আর কিছু হতে পারে না।’

এদিকে শবনম ফারিয়ার যে পোস্টটি শেয়ার করেছেন সেখানে দাবি করা হয়েছে, ৮ বছর আগে সাজাপ্রাপ্ত আসামি সাইফুলকে জামিন দেয়া হয়েছে। ২০১৬ সালে খেলা করতে গিয়ে ৫ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়। পরদিন সেই শিশুকে আহত অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। ওই শিশুর মাথায়, গলা, হাত ও প্রজনন অঙ্গ ধারালো অস্ত্র দিয়ে জখমের চিহ্ন পাওয়া যায়। সিগারেটের ছেঁক দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ক্ষতও করেছিল অপরাধী সাইফুল।

এ ঘটনার পর নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধী সাইফুলের বিরুদ্ধে শিশুর বাবা মামলা করেন। অভিযোগের পর অপরাধীকে গ্রেফতার করে পুলিশ। তার অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ঘটনার ৮ বছর পর ১৯ ফেব্রুয়ারি দিনাজপুর জেলা কারাগার থেকে ‘দীর্ঘদিন হাজতবাসের’ কারণ দেখিয়ে জামিনে মুক্তি পেয়েছেন সাইফুল।

তার মুক্তিতে হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগীর বাবা। তিনি বলেন, ‌‘আমার বাসার কাছেই তার বাসা। চোখের সামনে ঘুরে বেড়ায় সে। এদিকে আমার মেয়ে, মেয়ের মা ঘর থেকে বের হতে পারে না। মেয়েটা চুপ হয়ে গেছে। মনটা ভারী করে থাকে। বিচার তো পেয়েছিলাম, তাহলে এমন হলো কেন? যাবজ্জীবনের আসামি ছাড়া পেল কেন?’

ওই শিশুর বাবার মতোই প্রশ্ন তুললেন শবনম ফারিয়াও।

এনএন/ ০৫ মার্চ ২০২৫

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::এর চেয়ে খারাপ দৃষ্টান্ত আর কিছু হতে পারে না first appeared on DesheBideshe.



আরো খবর: