বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

এরদোয়ানের সমালোচনা করায় নয়জন কারাগারে

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪


আঙ্কারা, ০৪ ডিসেম্বর – বিশ্বজুড়ে মুসলমানদের কাছে অত্যন্ত শ্রদ্ধার জায়গা দখল করে আছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। নানা ইতিবাচক কর্মকাণ্ডের জন্য ব্যাপক জনপ্রিয় তিনি। তবে তার বক্তব্যের সমালোচনার অভিযোগে ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন দেশটির একটি আদালত।

মঙ্গলবার ( ০৩ ডিসেম্বর) ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কে সরকারের সমালোচনার অভিযোগে ৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। গত সপ্তাহে তারা প্রেসিডেন্ট এরদোয়ানের সমাবেশ চলাকালে বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসরায়েলের কাছে তেল রপ্তানি অব্যাহত রেখেছে তার সরকার।

ভয়েস অব আমেরিকা জানিয়েছে, শুক্রবার একটি ফোরামে বক্তব্য দিচ্ছিলেন এরদোয়ান। এ সময় তারা বলেন, তার সরকার ইসরায়েলের প্রতি সংহতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে। গাজায় জাহাজে করে বোমা যাচ্ছে এবং গণহত্যায় মদদ বন্ধ করো বলেও স্লোগান দেন তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় বিক্ষোভকারীদের পুলিশ সরিয়ে দেয়। তাদের বিরুদ্ধে প্রেসিডেন্টকে অপমান ও বেআইনিভাবে বিক্ষোভের অভিযোগ করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিক্ষোভকারীদের কারাগারে পাঠানোর তীব্র সমালোচনা করেছেন তুরস্কের অধিকারকর্মী ও বিরোধী রাজনীতিবিদরা। তাদের গ্রেপ্তারকে গণতন্ত্রের জন্য আঘাত বলে মন্তব্য করেছেন প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ওজগুর ওজেল।

তিনি বলেন, সরকারের সমালোচনা করায় ৯ জনকে গ্রেপ্তারেরর ঘটনা গণতন্ত্রের গুরুতর পরিস্থিতির নির্দেশ করে। তরুণরা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করেছেন। অবিলম্বে তাদের মুক্তি দেওয়া উচিত।

সূত্র: কালবেলা
আইএ/ ০৪ ডিসেম্বর ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::এরদোয়ানের সমালোচনা করায় নয়জন কারাগারে first appeared on DesheBideshe.



আরো খবর: