রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০২:০৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

এবার কানাডা সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ করল

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
এবার কানাডা সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ করল


আগামী মঙ্গলবার থেকে সব ধরনের সরকারি ডিভাইসে ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধ করছে কানাডা।

অ্যাপটি “গোপনীয়তা ও সুরক্ষার ক্ষেত্রে অগ্রহণযোগ্য স্তরের ঝুঁকি তৈরি করছে” কানাডার প্রধান তথ্য কর্মকর্তার এমন পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নিল দেশটির কর্তৃপক্ষ।

কানাডার একজন সরকারি মুখপাত্র বিবৃতিতে এ কথা জানিয়েছেন।
ইউরোপীয় কমিশন একই ধরনের নিষেধাজ্ঞা ঘোষণার কয়েকদিন পর এ সিদ্ধান্ত নিল কানাডা। আগামী ১৫ মার্চ থেকে ইউরোপেও অ্যাপটি নিষিদ্ধ হচ্ছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, অ্যাপটির নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে। এগুলোর পরিবর্তন প্রয়োজন।

সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এটি হতে পারে প্রথম পদক্ষেপ, এটিই হতে পারে একমাত্র পদক্ষেপ, যা আমাদের নিতে হচ্ছে। ”

এদিকে, টিকটকের একজন মুখপাত্র বলেছেন, কানাডা সরকারের এমন সিদ্ধান্তে হতাশ সংস্থাটি। শর্ট-ফর্ম ভিডিও অ্যাপটির মালিকানা চীনা ফার্ম বাইটড্যান্স লিমিটেডের।

গত বছরের শেষের দিকে ইউএস ফেডারেল কর্মচারীদের জন্য টিকটক ব্যবহার নিষিদ্ধ করা হয় এবং সোমবার হোয়াইট হাউস সরকারি সংস্থাগুলোকে তাদের সিস্টেম থেকে ৩০ দিনের মধ্যে অ্যাপটি ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছে।

এছাড়াও বেশ কয়েকটি আমেরিকান বিশ্ববিদ্যালয় তাদের নেটওয়ার্কে অ্যাপটির ব্যবহার নিষিদ্ধ করেছে।

আইএ/ ২৮ ফেব্রুয়ারি ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::এবার কানাডা সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ করল first appeared on DesheBideshe.



আরো খবর: