এডভোকেট আয়াছুর রহমানসহ আইনজীবীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারোর দাবীতে বিবৃতি দিয়েছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি।
আইনজীবী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সায়েম স্বাক্ষরিত বিবৃতিতে আইনজীবীদের বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা বলে উল্লেখ করে তা প্রত্যাহার করার দাবী জানান অন্যথ্যায় আইনজীবীরা আন্দোলনে যাবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
২০ জুলাই বিকেলে কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের নির্মান কাজ তদারকি করতে গেলে ঠিকাদার ও ঠিকাদারের লোকেদের হামলার শিকার হন মসজিদ কমিটির সহ-সভাপতি এডভোকেট আয়াছুর রহমানসহ ৪ আইনজীবী। এ ঘটনায় ঠিকাদারসহ ৬ জনকে আটক ও মামলা দায়ের করা হয়।
গেলো ২১ জুলাই একই ঘটনায় এডভোকেট আয়াছুর রহমানসহ ৩ আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।