বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

এক মাস বন্ধের পর আজ উৎপাদনে যাচ্ছে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩


ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – কয়লা সংকটে দীর্ঘ এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর আজ বুধবার থেকে আবারও রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। ১৩২০ মেগাওয়াট সক্ষমতার রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পুনরায় চালু করতে ইতিমধ্যে ৩০ হাজার টন কয়লা আমদানি করা হয়েছে।

বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক জ্বালানি কয়লা আমদানি করতে পর্যাপ্ত ডলার না থাকায় গত ১৪ জানুয়ারি থেকে বন্ধ ছিল বিদ্যুৎ উৎপাদন।

বাংলাদেশ-ভারত মৈত্রী বিদ্যুৎ কোম্পানির (বিআইএফপিসিএল) আওতায় নির্মিত রামপাল বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ একরাম উল্লা বলেন, ৯ ফেব্রুয়ারি আমরা ৩০ হাজার টন কয়লা আমদানি করেছি। একই সঙ্গে ১৮ ফেব্রুয়ারি আরও ৫০ হাজার টনের আরেকটি কয়লার চালান আসবে। কয়লার সংকট কেটে যাওয়ায় আজ থেকে রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু করার সিদ্ধান্ত নিয়েছি।

১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই মৈত্রী বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত হলেও বাগেরহাটের রামপালে অবস্থিত হওয়ায় রামপাল বিদ্যুৎকেন্দ্র নামেই বেশি পরিচিত।

ডলার সংকটের কারণে কয়লা আমদানি করতে না পারায় বিদ্যুৎ উৎপাদন কয়েক দফা পিছিয়ে গিয়ে গত বছরের ১৭ ডিসেম্বর বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটের প্রথম ইউনিট ৬৬০ মেগাওয়াট উৎপাদন কার্যক্রম শুরু করে।

কর্মকর্তারা জানান, বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিট চালু করতে প্রতিদিন ৫ হাজার টন কয়লার দরকার হয়।

গত ১৪ জানুয়ারি থেকে কয়লার অভাবে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হওয়ার আগে মোট দেড় লাখ টন কয়লা আমদানি করা হয়েছিল।

সূত্র: বার্তা২৪
আইএ/ ১৫ ফেব্রুয়ারি ২০২৩





,


আরো খবর: