শিরোনাম ::
বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতে আগ্রহী বিশ্বব্যাংক চকরিয়ায় মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত চকরিয়া পেকুয়ার প্রবাসি রেমিট্যান্স যোদ্ধাদের নিরাপদ অভিবাসন নিশ্চিতকল্পে হেল্পডেক্স চালু সাগরে মাছ ধরতে গিয়ে ২৩ দিন ধরে নিখোঁজ চকরিয়ার সাহারবিলের জেলে কমল সেন নায়িকা পরীমণির প্রথম স্বামী নিহত: যা জানালো পুলিশ ডেঙ্গু কেড়ে নিলো আরও ১০ জনের প্রাণ ক্ষমতার ভারসাম্য, একজন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় ঘুমধুম সীমান্তে ইয়াবা নিয়ে বাংলাদেশি-রোহিঙ্গাসহ ৪ মাদক চোরাকারবারি আটক মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল টেকনাফের বসতঘরের আঙিনায় মাদকের টাকার জন্য মা’কে খুন: হত্যাকারী নিজেই ধরা দিয়েছে পুলিশের হাতে
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

একনেকে উঠছে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণ প্রকল্প

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২৭ জুন, ২০২২

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ৩০ কিলোমিটার সড়ক প্রশস্ত করার উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। এ লক্ষ্যে মঙ্গলবার (২৮ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ (১ দশমিক ৬০ কিলোমিটার থেকে ৩২ কিলোমিটার পর্যন্ত) সড়ক প্রশস্তকরণ’ প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করবেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত থাকবেন।

পরিকল্পনা কমিশন সূত্র জানিয়েছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এ প্রকল্পটি পরিকল্পনা কমিশনের ভৌত ও অবকাঠামো বিভাগ থেকে একনেকে উপস্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯২ কোটি ৩৫ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়নে সম্পূর্ণ অর্থায়ন সরকারি তহবিল থেকে করা হবে। প্রকল্পটি একনেকে অনুমোদন পেলে চলতি বছরের জুলাই থেকে ২০২৫ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর। কক্সবাজার জেলার কক্সবাজার সদর, রামু ও উখিয়া উপজেলা।

প্রকল্পের উদ্দেশ্যে হলো, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ৩০ দশমিক ৪০ কিলোমিটার সড়কাংশ ৫ দশমিক ৫ মিটার এবং রেজু খালের ওপর বিদ্যমান ৩০৫ মিটার দীর্ঘ সেতুটি ১০ দশমিক ২৫ মিটার (দুই লেন) প্রস্থে উন্নীতকরণের মাধ্যমে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা স্থাপন, পর্যটন শিল্পের প্রসারসহ প্রকল্প এলাকার আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন।

প্রকল্পের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে, ১১৩ দশমিক ২৫ একর ভূমি অধিগ্রহণ, ৭ দশমিক ২৪ লাখ ঘনমিটার মাটি ভরাট, ২৯ দশমিক ৪২ কিলোমিটার ফ্লেক্সিবল পেভমেন্ট প্রশস্তকরণ ও শূন্য দশমিক ৩২ কিলোমিটার ফ্লেক্সিবল পেভমেন্ট বাঁক সরলীকরণ, ৬ হাজার ৪৮০ মিটার আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণ, ৬৩ হাজার ৭২০ বর্গমিটার জিও টেক্সটাইলসহ সিসি ব্লক স্থাপন, ৬০৮টি সিসি টিভি ক্যামেরা স্থাপন, ৫৪ হাজার ৩৬০টি টেট্রাপড নির্মাণ, ৯ হাজার ১২০ বর্গমিটার রোড মার্কিং, ইউটিলিটি স্থানান্তর, ২ লেনের ১টি সেতু নির্মাণ (৩০৫ মিটার), নিকাশ কাঠামো নির্মাণ (৯ হাজার ১৮০ মিটার এল ড্রেন ও ১৩ হাজার ৯৪ মিটার ইউ ড্রেন) ও ৮৭৪ জনমাস পরামর্শক সেবা ক্রয়।

পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মামুন-আল-রশিদ বলেন, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ১২ হাজার ৭০০ কিলোমিটার আঞ্চলিক ও জেলা মহাসড়ক উন্নয়নের করার লক্ষ্যমাত্রা রয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের। এ প্রকল্পের আওতায় ৩০ দশমিক ৪০ কিলোমিটার সড়ক প্রশস্ত করা হবে, যা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সঙ্গতিপূর্ণ।

তিনি বলেন, প্রকল্পটির বাস্তবায়ন হলে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ৩০ দশমিক ৪০ কিলোমিটার প্রশস্তকরণ এবং রেজু খালের ওপর ২-লেন বিশিষ্ট ৩০৫ মিটার দীর্ঘ দৃষ্টিনন্দন সেতু নির্মাণ করা হবে। যার মাধ্যমে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা স্থাপনের পাশাপাশি পর্যটন শিল্পের প্রসার এবং প্রকল্প এলাকার আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে। এজন্য প্রকল্পটি একনেকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।


আরো খবর: