শিরোনাম ::
রামু প্রেস ক্লাবের জরুরী সভায় সাংগঠনিক সম্পাদকসহ ৫ জন বহিস্কার চকরিয়ায় গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন চকরিয়ায় বন্যহাতির আক্রমণে কাঠুরিয়া নিহত, রাতে জঙ্গল থেকে মরদেহ উদ্ধার টেকনাফে মুক্তিপণে ছাড়া পেল অপহৃত দুইজন অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারসহ ১১ বাংলাদেশি জেলেকে তুলে নিয়ে গেল আরাকান আর্মি ৩০০ জনের বিরুদ্ধে মামলা, আটক যুবক কারাগারে উখিয়া-টেকনাফের চালের কার্ড অন্য জেলায় হস্তান্তরের পায়তারা, ফুঁসে উঠেছে এলাকাবাসী ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা ও ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিল পাসের প্রতিবাদে রামুতে বিক্ষোভ মিছিল চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষক-কর্মচারিদের কর্মবিরতি, চকরিয়ার মানিকপুরে সড়ক বনায়নের বিপুল গাছ কেটে লুটে নিয়ে যাচ্ছে দুবৃর্ত্তরা
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

একদিনে ২২০০ বার ভূমিকম্প আইসল্যান্ডে

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩


রেইকিয়াভিক, ০৭ জুলাই – আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকের আশেপাশের এলাকায় ২৪ ঘণ্টায় প্রায় ২ হাজার ২০০ বার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

দেশটি ইউরোপের বৃহত্তম ও সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি অঞ্চল। এ কারণে বড় ধরনের অগ্ন্যুৎপাতের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। ।খবর খালিজ টাইমস ও এএফপির।

আইসল্যান্ডের আবহাওয়া অফিস (আইএমও) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকাল ৪টার দিকে আগ্নেয়গিরির ওপর অবস্থিত মাউন্ট ফাগ্রাদালসফজালের নিচে কম্পন শুরু হয়। আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিম প্রান্তের রেকজানেস উপদ্বীপে গত দুই বছরে দুটি অগ্ন্যুৎপাত ঘটেছে।

এক বিবৃতিতে আইএমও বলেছে, প্রায় ২ হাজার ২০০টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে চারটি কম্পনের মাত্রা ছিল ৪ দশমিকের বেশি। এর মধ্যে বৃহত্তম ভূমিকম্প অনুভূত হয়েছে রাজধানী অঞ্চলে।

২০১০ সালের এপ্রিলে আইসল্যান্ডের দক্ষিণ উপকূলের প্রায় ১৫০ কিলোমিটার পূর্বে আইজাফজাল্লাজোকুল আগ্নেয়গিরিতে ব্যাপক অগ্ন্যুৎপাত হয়। এর ফলে দেশটিতে প্রায় ১০০০টি ফ্লাইট বাতিল করা হয়।

আইসল্যান্ডের ফাগ্রাদালসফজাল আগ্নেয়গিরির উপত্যকায় সবসময়ই পর্যটকদের ভিড় থাকে। এই আগ্নেয়গিরির কাছে এখন পর্যন্ত অগ্ন্যুৎপাতের কম্পন লক্ষ্য করা যায়নি। তবে আগামী কয়েক দিনের মধ্যে এখানেও হওয়ার সম্ভাবনা বেড়ে চলছে।

উত্তর আটলান্টিক দ্বীপ দেশটি মধ্য-আটলান্টিক এলাকাজুড়ে বিস্তৃত। সমুদ্রের তলদেশে একটি ফাটল আছে, যা ইউরেশীয় এবং উত্তর আমেরিকান টেকটোনিক প্লেটগুলোকে পৃথক করে।

প্রসঙ্গত, ২০২১ ও ২০২২ সালে আইসল্যান্ডের রাজধানী রেকজাভিক থেকে ৪০ কিলোমিটার দূরে মাউন্ট ফাগ্রাদালসফজালের কাছে লাভা ছড়িয়ে পড়ে। যেখানে সক্রিয় আগ্নেয়গিরির ঝলক দেখার জন্য লক্ষ লক্ষ দর্শনার্থী ভিড় করে।

সূত্র: যুগান্তর
আইএ/ ০৭ জুলাই ২০২৩


আরো খবর: