ঢাকা, ০৫ জুলাই – সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময় নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে চলতি বছরে মশাবাহিত এ রোগে মৃত্যুর সংখ্যা ৪৬ জনে স্থির রয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চলতি বছরের মোট ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে ২০ জন পুরুষ এবং জন ২৬ জন নারী রয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তদের চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) সাত জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে পাঁচ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আট জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন রয়েছেন।
২৪ ঘণ্টায় সারাদেশে মোট ২০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট তিন হাজার ৫৯৫ জন ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের ৫ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে তিন হাজার ৮৬৬ জন। এর মধ্যে দুই হাজার ৩৩৭ জন পুরুষ এবং এক হাজার ৫২৯ জন মহিলা রয়েছেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৫ জুলাই ২০২৪
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::একদিনে হাসপাতালে আরও ২২ ডেঙ্গু রোগী first appeared on DesheBideshe.