বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

একদিনে শনাক্ত ১০হাজার ৮৮৮জন,চারজনের মৃত্যু!

ডেস্ক নিউজ
আপডেট: বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২

দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৮৮ জন, আর মারা গেছেন ৪ জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো ২৮ হাজার ১৮০ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ২৯২টি।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসাব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ২৬ দশমিক ৩৭ শতাংশ। গতকাল বুধবার করোনা শনাক্ত হয়েছিল ৯ হাজার ৫০০ জনের। আর মারা গিয়েছিল ১২ জন। ওইদিন শনাক্তের হার ছিল ২৫ দশমিক ১১ শতাংশ।

একদিনের ব্যবধানে মৃত্যু কমলেও শনাক্তের সংখ্যা ও হার বেড়েছে। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫৭৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৫ লাখ ৫৪ হাজার ৮৪৫ জন।

প্রসঙ্গত, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
যমুনা টিভি অনলাইন


আরো খবর: