বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উত্তরা পশ্চিম থানায় শিক্ষার্থীদের হামলা, এসআই প্রত্যাহার

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫


ঢাকা, ০৫ ফেব্রুয়ারি – রাজধানীর উত্তরায় চাঁদাবাজির অভিযোগে আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজনকে ছাড়িয়ে নিতে উত্তরা পশ্চিম থানায় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদকে ক্লোজড করা হয়েছে। একইসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমানের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আহম্মদ আলী।

ছাত্রদের সঙ্গে পুলিশের ভুল বোঝাবুঝি হয়েছিল জানিয়ে তিনি বলেন, পরে দুই পক্ষ বসে একটি সুন্দর সমাধান করেছি। ভুল বোঝাবুঝির দূর হয়েছে। ছাত্ররা উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান ও এসআই আবু সাঈদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে। আমরা সেগুলোর তদন্ত করব। তবে এর মধ্যে ছাত্রদের আটকের ঘটনায় এসআই আবু সাঈদকে ক্লোজড করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউ সড়কে একটি বৈঠকের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈঠক চলাকালে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে থাকা তিন ছাত্রকে আটক করে। পরে তাদের উত্তরা পূর্ব থানায় নিয়ে যাওয়া হয়।

আটক হওয়া তিন ছাত্র হলেন- ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) ছাত্র আসিফুল হক রবিন, উত্তরা টাউন ডিগ্রি কলেজের আকাশ ও গাজীপুরের বিএএসটির ছাত্র বাপ্পি।



আরো খবর: