শিরোনাম ::
পোশাকে লেখায় ৮০ ছাত্রীকে বাড়ি পাঠানো হলো শার্ট ছাড়াই ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি ইউরোপীয় ইউনিয়ন প্রধান থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতাকে ফের ধরল পুলিশ রিজার্ভ চুরির ৮০% অর্থ ফেরত এসেছে লস অ্যাঞ্জেলেসের দাবানল থেকে পালিয়ে আসার ‘নারকীয়’ অভিজ্ঞতা দ্বিতীয় চালানে ভারত থেকে এলো ২৭ হাজার টন চাল বাড়ি বাড়ি ভোটার হালনাগাদে প্রশিক্ষণ ব্যয় ১০ কোটি টাকা পেকুয়ায় জামায়াত ইসলামির দাওয়াতি প্রোগ্রাম ও পথসভা দ্রুতই ‘রোডম্যাপ’ দিয়ে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চায় সরকার মহেশখালীতে পুলিশের অভিযানে হত্যা ও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪ 
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উচ্ছিষ্ট খাবার দিয়ে কাপড়ে লিখে সাহায্য চেয়েছিলেন নিহত জিম্মিরা

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
উচ্ছিষ্ট খাবার দিয়ে কাপড়ে লিখে সাহায্য চেয়েছিলেন নিহত জিম্মিরা


জেরুজালেম, ১৮ ডিসেম্বর – গাজায় ইসরায়েলি সৈন্যরা ভুল করে নিজেদের তিন জিম্মিকে মেরে ফেলেছে। তারা মৃত্যুর আগে সাদা কাপড়ের ওপর উচ্ছিষ্ট খাবার দিয়ে চিহ্ন ও শব্দ লিখে সাহায্যের আবেদন জানিয়েছিলেন। কাপড়টি উদ্ধার করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদস্যরা।

কাপড়টিতে ‘সাহায্য করুন’, ‘তিন জিম্মি’ এবং ‘এসওএস’ চিহ্ন লেখা ছিল বলে জানিয়েছেন আইডিএফ কর্মকর্তারা। মৃত্যুর আগে কোন এক সময় জিম্মিরা এটি লিখেছে বলে ধারণা করা হচ্ছে।

সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে জিম্মি এই তিন যুবক বেশ কিছুদিন ধরেই একটি ভবনে অবস্থান করছিলেন বলেও ধারণা করছে আইডিএফ। তারা এটাও স্বীকার করেছেন যে, সাদা পতাকাধারী মানুষকে হত্যা করে সেনারাও ‘নিয়ম লঙ্ঘন’ করেছে। গত শুক্রবার (১৫ ডিসেম্বর) গাজার উত্তরে শেজাইয়াতে অভিযানের সময় নিজেদের তিন জিম্মিকে ভুল করে হত্যা করে ইসরায়েলি বাহিনী।

গত ৭ অক্টোবর ইয়োতাম হাইম (২৮), সামের তালালকা (২২) এবং অ্যালন শামরিজ (২৬) নামের ঐ তিন ইসরায়েলি যুবককে ধরে এনেছিল হামাস। স্থল অভিযানের সময় যখন এই তিন যুবককে গুলি করা হয়েছিল, তখন তাদের হাতে ঐ সাদা কাপড়টি ছিল।

এ ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হলেও হত্যার নিন্দা জানিয়ে বিক্ষোভ শুরু করে দেশটির সাধারণ নাগরিকরা। এছাড়া এখনও যেসব ইসরায়েলি নাগরিকরা হামাসের কাছে জিম্মি রয়েছে, সমঝোতা চুক্তির মাধ্যমে তাদেরকে মুক্ত করার জন্য তেল আবিব সরকারেও ওপর চাপ বাড়ছে প্রতিনিয়ত। অবরুদ্ধ গাজায় এখনও প্রায় ১২০ জন ইসরায়েলি হামাসের হাতে বন্দি রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালিয়ে এই তিনজনসহ অন্তত ২৫০ জনকে জিম্মি করে হামাস। ঐ হামলায় কমপক্ষে ১২০০ ইসরায়েলি নাগরিক নিহত হয়। হামলার ঘটনার পর প্রতিশোধ হিসেবে গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।

‘হামাসকে নিশ্চিহ্ন’ করার লক্ষ্যেই অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ। এই অভিযানে ১৮ হাজারেরও বেশি গাজাবাসী নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। এছাড়া উদ্বাস্তু হয়েছে কয়েক লাখ মানুষ।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৮ ডিসেম্বর ২০২৩





আরো খবর: