বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

শহিদ রুবেল::

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-০৭ এ পারিবারিক কলহের জেরে নাসির উদ্দীন (২৩) নামে এক যুবক ইঁদুরের ওষুধ সেবন করে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে এই ঘটনাটি ঘটে। নিহত নাসির উদ্দিন রোহিঙ্গা ক্যাম্প ৭ এর মসি উদ্দিন আহমদের পুত্র।

পুলিশ সুত্রে জানা যায়, নাসির উদ্দীন ফেন্ডশীপ লার্নিং সেন্টারে শিক্ষকতা করতেন। সম্প্রতি তিনি বেতনের টাকা খরচ করে ফেলেন, যা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, পরিবারের সদস্যরা এ নিয়ে তাকে কটূক্তি করলে হতাশাগ্রস্ত হয়ে নাসির ওষুধ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন এবং বমি করতে থাকেন। শারীরিক অবস্থার অবনতি হলে তার পরিবার দ্রুত কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নাসির উদ্দীনের মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এই আত্মহত্যার ঘটনা নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি)মোঃ ইকবাল। বিষয়টি নিয়ে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
###


আরো খবর: