শিরোনাম ::
উখিয়ার নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া জেলেদের ছেড়ে দিল ‘আরাকান আর্মি রামু উপজেলা পরিষদ নির্বাচনে ১০ জনের মনোনয়ন দাখিল উখিয়ায় বিএনপি প্রার্থী সুলতানের সংবাদ সম্মেলন : নির্বাচন বর্জনের ঘোষণা চকরিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ১৫ যাত্রী আহত কাল বৈশাখীর তান্ডব : চকরিয়া-পেকুয়ায় উড়ে গেছে বসতঘর চকরিয়ায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ টেকনাফে একই পরিবারের তিনজন অপহরণ, ৮ ঘন্টা পর উদ্ধার টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়ন ফরম জমা দল নয় জনগণের চাওয়ায় আমার কাছে গুরুত্বপূর্ণ- পেকুয়ায় বিএনপি নেতা রাজু উখিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:১৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়া-টেকনাফ আসনে এবারও নৌকায় পাল তোলার দায়িত্ব পেলেন শাহীন আক্তার

নিজস্ব প্রতিবেদক :
আপডেট: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

কক্সবাজার-৪ (সংসদীয় আসন ২৯৭) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ধরে রেখেছেন বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তার চৌধুরী।

২৬ নভেম্বর (রবিবার) বিকালে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয় আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের তালিকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম প্রকাশ করেন।

উখিয়া-টেকনাফ আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তার চৌধুরীর নাম ঘোষণা করা হয়।

শাহিন আক্তার চৌধুরী বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর আপন বড় বোন, টেকনাফ উপজেলা পরিষদের সাবেক এজাহার মিয়া কোম্পানির পুত্রবধু ও উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরীর মেয়ে।

শাহিন আক্তার চৌধুরী স্বাধীনতা পরবর্তী জনগনের সরাসরি ভোটের নির্বাচিত কক্সবাজার জেলার প্রথম নারী সংসদ সদস্য।

স্বামী সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির আকাশচুম্বী জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে শাহিন আক্তার চৌধুরী টানা ২ বার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ছিনিয়ে নিয়ে এসেছেন হেভিওয়েট একাধিক প্রার্থীকে পিছনে পেলে।

বিএনপি নির্বাচনে না আসলে বিনা বাঁধায় শাহীন আক্তার চৌধুরী আবারও যে সংসদ সদস্য নির্বাচিত হবেন সেটা সময়ের ব্যাপার বলে মনে করেন দলেন নেতা কর্মীরা।

লক্ষী আসন হিসেবে পরিচিত উখিয়া টেকনাফ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকায় প্রচলিত রয়েছে আসনটিতে যে দলের এমপি নির্বাচিত হন সে দলই সরকার গঠন করে। তার উপর বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীর অবস্থান, বিদেশি দাতা সংস্থার প্রতিনিধিদের বিচরণসহ দেশীবিদেশি এনজিওগুলোর অফিস থাকার কারণে আসনটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই এই আসনটি ঘিরে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বেশ কিছুদিন ধরে স্নায়ু যুদ্ধ চলছিল। সর্বশেষ দলের হাই কমান্ড শাহীন আক্তার চৌধুরীর উপর ভরসা রেখেছেন।

বদি সমর্থকদের ধারণা, উখিয়া টেকনাফ আসনে যিনিই মনোনয়ন পাবেন বদির বাইরে গিয়ে তিনি নির্বাচিত হয়ে আসতে পারবেন না কখনো। ফলে যা হওয়ার তাই হয়েছে। যার ফলে টানা ২য় বার মনোনয়ন পেলেন আব্দুর রহমান বদির স্ত্রী শাহিন আক্তার।


আরো খবর: