শিরোনাম ::
চকরিয়ায় গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন চকরিয়ায় বন্যহাতির আক্রমণে কাঠুরিয়া নিহত, রাতে জঙ্গল থেকে মরদেহ উদ্ধার টেকনাফে মুক্তিপণে ছাড়া পেল অপহৃত দুইজন অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারসহ ১১ বাংলাদেশি জেলেকে তুলে নিয়ে গেল আরাকান আর্মি ৩০০ জনের বিরুদ্ধে মামলা, আটক যুবক কারাগারে উখিয়া-টেকনাফের চালের কার্ড অন্য জেলায় হস্তান্তরের পায়তারা, ফুঁসে উঠেছে এলাকাবাসী ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা ও ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিল পাসের প্রতিবাদে রামুতে বিক্ষোভ মিছিল চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষক-কর্মচারিদের কর্মবিরতি, চকরিয়ার মানিকপুরে সড়ক বনায়নের বিপুল গাছ কেটে লুটে নিয়ে যাচ্ছে দুবৃর্ত্তরা গাজায় গনহত্যা বন্ধের দাবিতে উত্তাল পেকুয়া
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়া-টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ আটক ৩

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্রসহ তিন জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, একটি দেশীয় তৈরী অস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের শীর্ষ সন্ত্রাসী মোজা আলম (২৭) এবং উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আক্তার হোসেন (২৬) ও মো. আব্দুর রহিম (৬৫)।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পূর্ব পাড়া এলাকায় একজন সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে গোয়েন্দা সূত্রের এমন সংবাদে মঙ্গলবার রাত ২টার দিকে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মোজা আলমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

তিনি জানান, আটক সন্ত্রাসীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে কক্সবাজার র‍্যাব-১৫ এর ল’ এন্ড মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, উখিয়ার টিভি টাওয়ার এলাকায় মাদক কারবারিরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে গোপনে এমন সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আক্তার হোসেন ও মো. আব্দুর রহিমকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি জানান, আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো খবর: