বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৩৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়া চাকবৈঠার আবু তাহের কোটি টাকার ইয়াবা নিয়ে র‍্যাবের হাতে আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার চাকবৈইঠা এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারীকে আটক করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

আটককৃত মাদককারবারী রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামের ছৈয়দ আলমের ছেলে আবু তাহের (৩১)।

বুধবার (২২ জুন) চাকবৈঠা এলাকায় র‍্যাপিড একশন ব্যাটালিয়ন অভিযান চালিয়ে ইয়াবা পাচারকালে তাকে আটক করতে সাক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র‍্যাবের সহকারী পরিচালক ( ল এন্ড মিডিয়া অফিসার) বিল্লাল উদ্দিন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে চাকবৈঠা এলাকা হতে ইয়াবার একটি বড় চালান পাচার হবে এমন তথ্যের ভিত্তিতে কৌশল অবলম্বন করে র‍্যাবের একটি চৌকস দল অই স্থানে উপস্থিত হয়ে তল্লাশি চালালে সৈয়দ আলমের বসবাসরত বাড়ি থেকে এ মাদক সহ তার ছেলে আবু তাহেরকে আটক করেন।

পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়।


আরো খবর: