শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়া ক্যাম্পে নিহত রোহিঙ্গা নেতার দাফন সম্পন্ন,মামলা দায়ের

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১০ জুন, ২০২২

শহিদ রুবেল,উখিয়া::

উখিয়া ক্যাম্পে নিহত রোহিঙ্গা নেতার লাশ পোস্টমর্টেম শেষে ৮ এপিবিএন পুলিশের উপস্থিতিতে দাফন সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। এদিকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের স্ত্রী সমসিদা বেগম বাদী হয়ে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ১৫ জনকে এজাহার নামীয় আসামি ও অজ্ঞাত নামা ২০ জন আসামি রয়েছে।

৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ কামরান হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা রোহিঙ্গা ক্যাম্পে আজিম উল্লাহ (৪৮) নামের এক মাঝিকে কুপিয়ে হত্যা করে। এসময় সন্ত্রাসীদের কুপে আরো দুই রোহিঙ্গা আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় আজিম উল্লাহকে রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, গেলো বছর উখিয়া ক্যাম্প ১৮ তে সিক্স মার্ডার ঘটনার পর রোহিঙ্গাদের দ্বারা স্বেচ্ছাপাহারা সিস্টেম চালু করা হয়। এতে দুষ্কৃতকারীরা ক্যাম্পে আধিপত্য বিস্তার করতে না পেরে ক্যাম্পে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ এবং স্বেচ্ছাপাহারা সিস্টেমকে অকার্যকর করার উদ্দেশ্যে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভলান্টিয়ারদের ডিউটি বন্টন কালে ২০/২৫ জন সন্ত্রাসী এসে মাঝি ও ভলান্টিয়ারদের উপর অতর্কিত আক্রমণ করে পালিয়ে যায়। এতে রোহিঙ্গা হেড মাঝি (নেতা) আজিম উল্লাহ নিহত হয়।

এসময় তাদের ধারালো দায়ের কুপে আরও দুইজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ক্যাম্পের অভ্যান্তরে এমএসএফ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। সন্ত্রাসীদের ধরতে ক্যাম্পে ব্লক রেইড অব্যাহত রয়েছে।

৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ কামরান হোসাইন জানান, ক্যাম্প জুড়ে পুলিশি টহল অব্যাহত আছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। উক্ত ঘটনায় জড়িতদের আটকের জন্য ৮ এপিবিএন কর্তৃক অভিযান অব্যাহত আছে।


আরো খবর: