বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১০:১১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়া ও সীমান্তে পৃথক অভিযানে বিপুল ইয়াবা ও ক্রিস্টাল মেথ উদ্ধার, আটক ১

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

শহিদ রুবেল::

কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি মেরিন ড্রাইভের রেজুখাল ও তুমব্রু সীমান্তে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস) এবং মোবাইল ফোনসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

২৯ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর রেজুখাল চেকপোস্টে অভিযান চালিয়ে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে তল্লাশি করে মো. ইসমাইল হোসেন (২০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার পায়ের সাথে রাবার দিয়ে প্যাঁচানো অবস্থায় ১৯৩০ পিস ইয়াবা এবং একটি সিম্পনি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এইছাড়াও ৩০ অক্টোবর ভোররাতে কক্সবাজার ব্যাটালিয়নের তুমব্রু বিওপি’র নিয়মিত টহলদল সীমান্তের কাছে কোনাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় ৫০,০০০ পিস ইয়াবা এবং ১ কেজি ক্রিস্টাল মেথ। মাদকগুলো সীমান্ত পিলার ৩৪ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিতে লুকানো অবস্থায় উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী জানান, আটককৃতকে রামু থানায় সোপর্দ করা হয়েছে। মাদক চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।


আরো খবর: