কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত ৮আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সাথে স্থানীয় সংবাদকর্মীদের মতবিনিময় ও ইফতার সমাবেশ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার, ২৬ এপ্রিল উখিয়া উপজেলা সদর রাজাপালংস্থ অস্থায়ী সদর দপ্তর কার্যালয়ে আয়োজিত ইফতার পুর্ব আলোচনা সভায় এপিবিএন এর কমান্ডিং অফিসার মো: সিহাব কায়সার খান বলেন, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের কঠোরভাবে দমন করা হচ্ছে। বিশেষ করে ক্যাম্পের অভ্যান্তরে ইয়াবার মত মরননেশা মাদকদ্রব্য যাতে প্রবেশ করতে না পারে তজ্জন্য এপিবিএনের সদস্যরা সদাসর্বদা সতর্ক রয়েছে।
পাশাপাশি স্থানীয় সাংবাদিকরা সন্ত্রাসীদের দমনে এবং মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পরামর্শ সহযোগিতা সহ এগিয়ে আসলে অচিরেই ক্যাম্পে রোহিঙ্গাদের আইনপরিপন্থী কর্মকান্ড বন্ধ করা সহায়ক হবে।
ইফতার মাহফিল শুরুর পূর্বে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মো: কামরান হোসেন সবাইকে স্বাগত জানিয়ে ব্যাটালিয়নের অপরাদ দমন কার্যক্রমের চিত্র তুলে ধরেন।
এসময় মাহফিলে ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো: রবিউল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার শোয়েব আহমেদ খান সহ সকল সহকারী পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে এনটিভি’র কক্সবাজার প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, মোহনা টিভির আমানুল হক বাবুল, একুশে টেলিভিশন ও বাংলা ট্রিবিউনের কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজ, এসএ টিভি’র আহসান সুমন, একাত্তর টিভির কামরুল ইসলাম মিন্টু, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মো: আনোয়ার, সম্পাদক রতন কান্তি দে, সাংবাদিক জসিম উদ্দিন, এন মুহাম্মদ সিকদার, ফারুক আহমদ, অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, সাংবাদিক জসিম আজাদ, পলাশ বড়ুয়া, উপজেলা প্রেসক্লাব উখিয়ার সভাপতি মোসলেহ উদ্দিন, এম আয়াজ রবি, এম আবুল কালাম আজাদ, কফিল উদ্দিন আনু, এম মুসলিম উদ্দিন, আল ইয়াকিন, শহীদ মিরাজ, শরীফ আজাদ, শহিদুল ইসলাম সহ উখিয়া ও টেকনাফ প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।