ইমরান আল মাহমুদ:
উখিয়ায় পৃথক অভিযানে ১লাখ ৪৬হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার ব্যাটালিয়ন(৩৪ বিজিবি) সদস্যরা। যার আনুমানিক মূল্য ৪কোটি ৩৮ লাখ টাকা বলে জানা যায়।
বুধবার(১৬ মার্চ) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ৩৪বিজিবি অধিনায়ক লে. কর্নেল মেহেদী হোসাইন কবির।
তিনি জানান,গত ১৫ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি এর অধীনস্থ রেজুআমতলী বিওপির আভিযানিক টহলদল রাজাপালং গোলডেবার পাহাড় নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে সন্ধ্যা ৭টায় ইয়াবা পাচারকারীরা সীমান্ত এলাকা হতে পায়ে হেঁটে বাংলাদেশে আসার সময় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে গ্রেফতার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে সশস্ত্র মাদক কারবারীরা বিজিবি টহল দলের উপর গুলিবর্ষণ শুরু করে। এমতাবস্থায় বিজিবি টহলদল তাদের জান-মাল, অস্ত্র-গোলাবারুদ এবং সরকারী সম্পদ রক্ষার্থে পাল্টা ফায়ার করে। এতে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ী গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল হতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১লাখ ২০হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, একইদিন দুপুর আড়াইটায় বালুখালী বিওপির একটি বিশেষ টহলদল পালংখালীর কাকড়ার ব্রীজ নামক স্থানে অভিযান পরিচালনা করে ৬ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৮লাখ টাকা বলে জানান তিনি।
বিজিবি অধিনায়ক আরও জানান,একইদিন রাত ১০টায় পালংখালীর পূর্ব ফারিরবিল নামক স্থানে অভিযান পরিচালনা করে ২০হাজার পিস বার্মিজ ইয়াবা করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলে জানান তিনি।