ইমরান আল মাহমুদ,উখিয়া:
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা।
মঙ্গলবার(১ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন ৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে ৮এপিবিএন এর আওতাধীন ক্যাম্প-১১ এর এ-১ ব্লকের আইআরসি হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ১লাখ পিস ইয়াবাসহ পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল এলাকার আবু শামার ছেলে শামসু আলম(২৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার আসামীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানান তিনি।