ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় এনজিও শেড কর্তৃক বাস্তবায়িত উখিয়া এরিয়া প্রোগ্রাম থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হত দরিদ্র পরিবারের সদস্যদের আয় বৃদ্ধিমূলক ও আত্মনির্ভরশীল কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে সহযোগিতা হিসাবে বকনা বাছুর (গরু) বিতরণ ২৩ ফেব্রুয়ারী রাজাপালং ইউনিয়নে অনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও শুরু করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ আনোয়ার।
বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উখিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ চন্দ্র রায়।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজা পালং ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ ইকবাল বাহার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনজিও শেড এর উখিয়া এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম।
উক্ত অনুষ্ঠানে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাজা পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সার্বিক তত্ত্বাবধানে রাজা পালং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ৫০ জন হত দরিদ্র পরিবারের মাঝে বকনা বাছুর (গরু) প্রাথমিক ভাবে বিতরণ করা হয়। পর্যায়ক্রমে রাজা পালং ইউনিয়নের অন্যান্য সিলেক্টেড ওয়ার্ড গুলোতে বকনা বাছুর (গরু) বিতরন করা হবে।।