রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মাঝি হত্যা; ৩ আসামী গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১১ জুন, ২০২২

শহিদ রুবেল,উখিয়া::

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাঝি আজিম উদ্দিন হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহার নামীয় ৩ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উখিয়ার ১৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত মোঃ সলিম এর ছেলে মোঃ হাসিম (৪০),উখিয়ার ১৬নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের আবদুল হাকিমের ছেলে মো: জা‌বের (৩২) ও একই ক্যাম্পের মৃত আবুল কাসিমের ছেলে ইলিয়াস (৪০)।

৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ কামরান হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ক্যাম্প ১৮ তে বৃহস্পতিবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা রোহিঙ্গা ক্যাম্পে আজিম উল্লাহ (৪৮) নামের এক মাঝিকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের স্ত্রী সমসিদা(৩৬) বাদী হয়ে উখিয়া থানায় ১৫ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত নামা ১৫/২০ জন আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তারই প্রেক্ষিতে শুক্রবার রাতে এপিবিএনের সদস্যরা ক্যাম্প জুড়ে অভিযান চালিয়ে এজাহার নামীয় ৩ আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ৩ আসামীকে উখিয়া থানার মাধ্যমে আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে ও মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা রোহিঙ্গা ক্যাম্পে আজিম উল্লাহ (৪৮) নামের এক মাঝিকে কুপিয়ে হত্যা করে। এসময় সন্ত্রাসীদের কুপে আরো দুই রোহিঙ্গা আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় আজিম উল্লাহকে রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এসময় তাদের ধারালো দায়ের কুপে আরও দুইজন গুরুতর আহত হন।

পরে পোস্টমর্টেম শেষে ৮ এপিবিএন পুলিশের সদস্যদের উপস্থিতিতে নিহত রোহিঙ্গা নেতার লাশ দাফন সম্পন্ন করা হয়।


আরো খবর: