কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর বলেছেন সরকার কে বেকায়দায় ফেলতে একটি মহল নানাভাবে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা সরকারের জন্য কল্যানমূলক কাজকে আড়াল করতে চায়।জনগনের মধ্যে বিভ্রান্তি ছড়াতে অপপ্রয়াস চালাচ্ছে।
এ অবস্থায় আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
২৬ আগষ্ট শুক্রবার বিকালে উখিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিকালে উখিয়ার কোটবাজার ষ্টেশন চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ।
বক্তব্য দেন কক্সবাজার জেলা যুবলীগ নেতা মীর্জা রুবেল,উখিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সুলতান মাহমুদ চৌধুরী, উখিয়া উপজেলা যুবলীগের সহ সভাপতি শাহজাহান গাজী,কফিল উদ্দিন চৌধুরী,উখিয়া উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবুল হোসেন আবু,উখিয়া উপজেলা যুবলীগের সিনিয়র নেতা সাংবাদিক রতন দে, হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান সাজু,উখিয়া উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাসুদ আমিন শাকিল,উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বশির আহমদ,রাজাপালং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন সুজন,পালংখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগ নেতা জুলহাস উদ্দিন টিপু,উখিয়া কলেজ ছাত্রলীগ সভাপতি সাইদুল আমিন টিপু।পুরো অনুষ্ঠান পরিচালনা করেন উখিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন।
এর আগে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শোক র্য্যালীটি কোটবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সমাবেশ স্হলে এসে শেষ হয়।