কক্সবাজারের উখিয়ায় পুলিশই জনতা, জনতাই পুলিশ এ শ্লোগানকে সামানে রেখে মাদক, সন্ত্রাস, মানব পাচার, বাল্য বিবাহ, ইভটিজিং, সাইবার ক্রাইম,কিশোর গ্যাং সহ সামাজিক অবক্ষয় প্রতিরোধে পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর শনিবার বিকেলে উখিয়া থানা চত্বরে কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার পিপিএম-বার মোঃ মাহফুজুল ইসলাম।
শুরুতেই স্বাগতম বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া সার্কেল শাকিল আহমেদ ।
সভাটি আয়োজন করেন উখিয়া থানার পুলিশ ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,জনগণ যখন মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে দৃশ্যমান হবে অপরাধীরা তখন অদৃশ্য হয়ে যাবে । এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যের পাশাপাশি সচেতন নাগরিক সমাজ, বিদ্যালয় পরিচালনা কমিটি শিক্ষক ও শিক্ষার্থীদের কে সম্পৃক্ত করা দরকার।
সভাপতির বক্তব্যে , জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন কক্সবাজারের অপরাধের ৬০ শতাংশ হয় মাদক সংক্রান্ত । সমাজ ও দেশ থেকে মাদক নির্মূলে আমাদেরকে আরো সোচ্চার হয়ে মাদকের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব, উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী,হ উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি চেয়ারম্যান নুরুল হুদা, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী, জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সৈয়দ আলম, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার।
বক্তব্য রাখেন, হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান সাজু, ইউপি সদস্য স্বপন শর্মা রনি, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন, রাজাপালং ইউপি সদস্য ইঞ্জিয়ার হেলাল উদ্দিন, কক্সবাজার জেলা যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিমা আক্তার রোমানা, ছাত্রনেতা মোঃ ইব্রাহীম, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর শুক্রুর মেম্বার, রত্না পালং ইউনিয়ন কমিউনিটি পুলিশিং-এর নেতা কাশেদ নুর প্রমূখ।