শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
বুধবার, ১৪ মে ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় বিজিবির অভিযানে ৫০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২৭ জুন, ২০২২

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপি কর্তৃক ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকা।

কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অধিনায়ক কর্নেল মাে. মেহেদি হােসাইন কবির জানান, শনিবার (২৫ জুন) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপি’র সদস্যগণ গােপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩২ হতে আনুমানিক ১.৫ কি. মি. পশ্চিম দিকে কক্সবাজারের উখিয়ার ৫নং পালংখালী ইউপির কাস্টম মােড় নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে।

পরবর্তীতে আনুমানিক রাত ১১টার সময় কতিপয় ইয়াবা পাচারকারীরা সীমান্ত হতে পায়ে হেটে বাংলাদেশে আসার প্রাক্কালে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি অনুধাবনের পাশাপাশি গ্রেফতার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে সশস্ত্র মাদক চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে। এমতাবস্থায় বিজিবি টহলদল তাদের জান-মাল রক্ষার্থে চোরাকারবারীদের লক্ষ্য করে পাল্টা ফায়ার করলে চোরাকারবারীরা কাটাতাঁর অতিক্রম করে মায়ানমারের দিকে পালিয়ে যায়।

SPONSORED CONTENT

অতঃপর টহল দল ঘটনাস্থল থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মাদকের বিরুদ্ধে জিরাে টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ০১ জানুয়ারি ২০২২ হতে অদ্যাবধি পর্যন্ত চোরাচালান ও মাদক বিরােধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক ১৫১ কোটি ৭ লক্ষ ২৮ হাজার ৬০০ টাকা মূল্যের ৫০ লক্ষ ৩৫ হাজার ৭৬২ পিস বার্মিজ ইয়াবা এবং ৭০ কোটি ১০ লাখ টাকা মূল্যের ১৪ কেজি ২০ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) সর্বমােট ২২১ কোটি ১৭ লক্ষ ২৮ হাজার ৬০০ টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ৬০ জন আসামিকে আটক করতে সক্ষম হন।


আরো খবর: