মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৫৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় বার্ষিক শিশু সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
আপডেট: সোমবার, ২৫ মার্চ, ২০২৪

শিশু অধিকার নিশ্চিত করি,সুন্দর সমাজ ও দেশ গড়ি’-এ শ্লোগানে উখিয়ায় শিশু ফোরামের বার্ষিক শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উখিয়া উপজেলা প্রশাসনের সহায়তায় ও বেসরকারী উন্নয়ন সংস্থা শেড এর ( শিশু ফোরামের) আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।

বার্ষিক শিশু সমাবেশে শিশুর শিক্ষা, বেড়ে ওঠা, বিকাশ, সুরক্ষা, বাল্য বিবাহ, শিশুর সুরক্ষা, শিশু পাচার এবং জাতিসংঘ ঘোষিত শিশু অধিকার সনদ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন অধিবেশন অনুষ্ঠিত হয়। ওযার্ল্ড ভিশন উখিয়া এপি’র আর্থিক সহযোগিতায় এই সমাবেশের আয়োজন করায়।

অনুষ্ঠানে শিশু ফোরাম কক্সবাজার এসিও এর সভাপতি ইকরামুল হাসান জিহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন , উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, সাবেক সভাপতি সরওয়ার আলম শাহীন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এনজিওর কক্সবাজার এসি’র সিনিয়র ম্যানেজার প্রবীর চিসিক, এনজিও শেড-এর প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম প্রমুখ।

এনজিও শেড এর মনিটরিং অফিসার সাইদুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য একটি অভিশাপ। দেশে বর্তমানে বাল্যবিয়ের হার ৫১%। বাল্য বিয়ের ফলে ১৮ বছরের আগেই ১০% শিশু প্রথম সন্তানের মা হয়। এজন্যই বাল্য বিয়ে বন্ধ করতে জাতীয় মানবাধিকার কমিশনের সাথে যৌথভাবে ওয়ার্ল্ডভিশন সারাদেশে প্রচারাভিযান কার্যক্রম বাস্তবায়ন করছে।

শিশু ফোরাম গঠনের লক্ষ্য হলো শিশু-কিশোরদের দক্ষ নেতৃত্ব হিসেবে গড়ে তোলা। শিশু ফোরামের সদস্যরা বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও সহায়ক শক্তি। সারাদেশে বর্তমানে ৪০ হাজার শিশু-কিশোর বাল্য বিয়ে বন্ধে কাজ করছে।


আরো খবর: