রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় বার্ষিক শিশু উৎসব ও প্রশিক্ষিত হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি
আপডেট: বুধবার, ২৫ মে, ২০২২

উখিয়ায় বার্ষিক শিশু উৎসব ও প্রশিক্ষিত হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্টান সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে ২৫ মে (বুধবার) বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর হেলথ এ্যাক্সটেশন এন্ড ডেভেলপমেন্ট (শেড) এর আয়োজনে কোটবাজারস্থ পালং গার্ডেন কমিউনিটি সেন্টার হল রুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (কক্সবাজার এসিও) সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজিব।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আক্তার, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, ইসলামিক ফাউন্ডেশন উখিয়া উপজেলার ফিল্ড সুপারভাইজার মাওলানা আমিনুল ইসলাম।

অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন, শেড উখিয়া এপির প্রোগ্রাম ম্যানেজার মোঃ আবুল কালাম ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এফপিকিউ বিশেষজ্ঞ মেহেরুন নেছা নীলা।

অনুষ্ঠানে শিশু, যুবক ও মহিলাসহ ৩ শতাধিক উপকারভোগী উপস্থিত ছিলেন এবং উপস্থিত সকল উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও মশারী বিতরন করা হয়।

শিশুদের অংশগ্রহণে নাচ, গান ও নাটকের মধ্য দিয়ে শিশু সমাবেশ ও বিতরণ অনুষ্ঠান শেষ হয়।


আরো খবর: