বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

শহিদ রুবেল::

কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি উখিয়ার সীমান্ত ও রেজুখাল চেকপোস্টে পৃথক দুটি অভিযানে মোট ২৮ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার এবং একটি প্রাইভেটকারসহ একজন আসামি আটক হয়েছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী, পিএসসি জানান, ২৮ অক্টোবর ৩৪ বিজিবি এর রেজুখাল চেকপোস্টে গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। টেকনাফ থেকে কক্সবাজারগামী প্রাইভেটকারটির গিয়ারের বক্সের ভেতরে লুকানো অবস্থায় ৮ হাজার পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়।

এ সময় মাদক বহনকারী প্রাইভেটকার ও মোঃ আব্দুল মুন্নাফ (৩৫) নামে একজন আসামিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি কক্সবাজারের টেকনাফ এলাকার বাসিন্দা। তাকে নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

এইছাড়াও ২৯ অক্টোবর পালংখালী বিওপির অধীনস্থ একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-১৯ এর ১ কিলোমিটার ভেতরে গোয়ালমারা পাহাড় এলাকায় অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের চিহ্নিত করতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।


আরো খবর: