শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৩:৫২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় দেশীয় অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গা গ্রেফতার!

ইমরান আল মাহমুদ
আপডেট: সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২

ইমরান আল মাহমুদ:
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ জন পাঁচ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)।

সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে ৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন জানান,সোমবার রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে তাজনিমারখোলা ক্যাম্প-১৩ এর এফ-৫ ব্লকে ডাকাতির প্রস্তুতিকালে অবস্থানরত পাঁচজন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো,ক্যাম্প-১৯ এর সি-৪ ব্লকের মৃত আবু তাহেরের ছেলে ইসমাইল হোসেন প্রকাশ জবিউল্লাহ(৪১),ক্যাম্প-১৩ এর সি-১ ব্লকের জাফর আহমদের ছেলে আমান উল্লাহ(২৩),ক্যাম্প-১৯ এর ডি-৩ ব্লকের মতিউর রহমানের ছেলে রুহুল আমিন(৩৯),ক্যাম্প-১৯ এর বি-৫ ব্লকের মৃত জকোরিয়ার ছেলে জবি উল্লাহ(৩০) ও ক্যাম্প-১৫ এর এইচ-১৬ ব্লকের ফজল হকের ছেলে মো. আয়াস(২৫)। এসময় তাদের থেকে ১টি লোহার বাট যুক্ত ৩৮ইঞ্চি লম্বা ধারালো হাসুয়া,প্লাস্টিকের বাটযুক্ত ২৬ ইঞ্চি লম্বা বল্লম,২৮ইঞ্চি লোহার কোরাবারি(১টি),কাঠের বাটযুক্ত ১টি করাতের ধারালো ছুরা,৪৩ইঞ্চি লম্বা একটি লোহার রড সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০-১১ জন ডাকাত সদস্য ঘটনাস্হল থেকে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে ক্যাম্প এলাকায় ডাকাতি, অপহরণ সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। পরবর্তীতে জব্দকৃত আলামত জব্দ তালিকা মূল্যে জব্দ করে ধৃত আসামীদের সহ তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।
গ্রেফতার আসামীদের বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।


আরো খবর: