কক্সবাজারের উখিয়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সহ তিনজন আটক হয়েছে।
গত রবিবার রাতে পৃথক অভিযান চালিয়ে উখিয়া থানার পুলিশ তাদেরকে আটক করতে সক্ষম হয়। আটকের মধ্যে রয়েছে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদের ছোট ভাই ও জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন।
গ্রেফতার হওয়া অন্যরা হলো- রাজাপালং ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন ও রাজাপালং ইউনিয়ন ছাত্রলীগের ৮নং ওয়ার্ড সভাপতি রেজাউল করিম।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইমচার্জ (ওসি) মোঃ আরিফ হোছাইন। তিনি জানান, গ্রেফতারকৃত দের বিরুদ্ধে উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে।