শিরোনাম ::
কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু উখিয়ার শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় আটক-১ “নদী ভাঙ্গন ঠেকাও,কোনাখালী বাসীকে বাঁচাও” কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিংয়ের উদ্বোধন উখিয়ার সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম-দুর্নীতি! ঈদগাঁওতে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে রামুর দুই যুবকের মৃত্যু, স্বজনদের আহাজারি
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
আপডেট: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

“জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের দ্বার, আগামীর দিনগুলো সম্ভবনার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব উখিয়ার আয়োজনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেল, ইন্জিনিয়ারিং ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকালে উখিয়া উপজেলা পরিষদ হলরুমে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আক্কাস আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র আহবায়ক সরোয়ার জাহান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া বহুমুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী, কক্সবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোজাফফর আহমদ , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স সাইন্স এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক আফরোজা তন্বী,কক্সবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মামুন উদ্দিন জুয়েল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কক্সবাজার জেলার সভাপতি এস.এম কামাল উদ্দিন ও বিশিষ্ট সমাজ সেবক এডভোকেট এম.এ মালেক, টেকনাফ নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার মুজিবুল হক প্রমূখ।

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জাহান চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামী দশবছর পর হয়তো বা তোমরা রাষ্ট্রের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে উন্নত ও কল্যাণমূলক বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রেখে সীমান্ত জনপদ উখিয়ার পরিচয় তুলে ধরবে এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, নিশ্চয়ই তোমাদের অভিভাবকরা অনেক স্বপ্ন নিয়ে তোমাদের এতটুকু নিয়ে এসেছেন, বাকি পথ টুকু ধারাবাহিক সফলতার মাধ্যমে তোমাদের এগিয়ে যেতে হবে। মহান রাব্বুল আলামিন তোমাদের সহায় হউক। যে কোন প্রয়োজনে আমি তোমাদের পাশে আছি।

প্রসঙ্গত. পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব উখিয়া এবছর ৩৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন। অর্থাৎ ২০২০ সাল থেকে এখন অব্দি সর্বমোট ১৬৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন।


আরো খবর: