শিরোনাম ::
উখিয়ার নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া জেলেদের ছেড়ে দিল ‘আরাকান আর্মি রামু উপজেলা পরিষদ নির্বাচনে ১০ জনের মনোনয়ন দাখিল উখিয়ায় বিএনপি প্রার্থী সুলতানের সংবাদ সম্মেলন : নির্বাচন বর্জনের ঘোষণা চকরিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ১৫ যাত্রী আহত কাল বৈশাখীর তান্ডব : চকরিয়া-পেকুয়ায় উড়ে গেছে বসতঘর চকরিয়ায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ টেকনাফে একই পরিবারের তিনজন অপহরণ, ৮ ঘন্টা পর উদ্ধার টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়ন ফরম জমা দল নয় জনগণের চাওয়ায় আমার কাছে গুরুত্বপূর্ণ- পেকুয়ায় বিএনপি নেতা রাজু উখিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:৪৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় এনজিও রিক-এর “মার্কেট লিংকেজ প্রমোশন” কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক :
আপডেট: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচী (ডাব্লিউএফপি) এর সহায়তায় রিক এবং সুশীলন কর্তৃক বাস্তবায়িত উখিয়া উপজেলার ৫টি ইউনিয়নে “মার্কেট লিংকেজ প্রমোশন” এবং “ক্যাপাসিটি স্ট্রেনদেনিং এন্ড বিল্ডিং রেজিলিয়েন্স অফ লোকাল কমিউনিটি” প্রকল্পের সূচনা সভা (Inception Meeting) সম্পন্ন হয়েছে।

স্থানীয় সরবরাহ শৃংখল এবং বাজারগুলিকে (স্থানীয় বাজার এবং ক্যাম্পে অবস্থিত ফ্রেশ ফুড কর্নার) ২৪টি এগ্রিগেশন এন্ড সেলস্ সেন্টারের মাধ্যমে শক্তিশালী করনে খামারের উৎপাদনশীলতা উন্নত করা, ব্যবসার টেকসইতা এবং লাভজনকতা নিশ্চিত করে বাজারের সাথে স্থানীয় উৎপাদক/কৃষকদের (অধিকাংশ নারী) সংযুক্ত করা, সতেজ খাদ্য সরবরাহ শৃংখলের সংমিশ্রনে বেশ কয়েকটি বাজার সংযোগ উদ্যোগ এবং বাজার সংযোগের ডিজিটালাইজেশন; হস্তশিল্প উৎপাদকদের স্থানীয়, জাতীয় এবং আন্র্Íজাতিক বাজার সংযোগ এবং কৃষি অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচী-র সহযোগিতা উখিয়া উপজেলার ৫টি ইউনিয়নে “মার্কেট লিংকেজ প্রমোশন” নামক প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করছে, এবং স্থানীয় কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে সুশীলন সংস্থাও “ক্যাপাসিটি স্ট্রেনদেনিং এন্ড বিল্ডিং রেজিলিয়েন্স অফ লোকাল কমিউনিটি” নামক প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেছে।

বুধবার (২৮ শে ফেব্রুয়ারী) উখিয়া উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত এই প্রকল্পদ্বয়ের প্রকল্পের সূচনা সভা (Inception Meeting ) অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নিবার্হী অফিসার তানভীর হোসেন বলেন, স্থানীয় কৃষকদের উপকারে এই প্রকল্পদ্বয়ের কার্যক্রম একটি ভালো উদ্দ্যোগ, পাশাপাশি মাঠ পর্যায়ে এই প্রকল্প কার্যক্রম ভালভাবে বাস্তবায়ন করা জরুরি।

এছাড়া হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী কৃষকের উন্নয়েন আরো যুগোপযোগি কিছু উদ্দ্যোগ গ্রহন করার পরামর্শ প্রদান করেন।

উক্ত মিটিংয়ে আরো গুরুত্বপূর্ন মতামত প্রদান করেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ সৈয়দ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা সলিম উল্লাহ, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহজাহান, উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ারসহ আরো অনেকে।

ডব্লিউএফপি-এর সিনিয়র প্রোগ্রাম এসোসিয়েট মোস্তাফিজুর রহমান প্রকল্পদ্বয়-এর গুরুত্বপূর্ন বিষয় নিয়ে বিশদ আলোকপাত করেন।

রিকের প্রকল্প সমন্বয়কারী মোঃ রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়
উক্ত মিটিংয়ে আরো উপস্থিতি ছিলেন উখিয়া উপজেলা এনজিও কো-অর্ডিনেশন ফোকাল এবং ইউএনডিপি-এর প্রতিনিধি মো: সেলিম উদ্দীন, উখিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদসহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধিগণ, ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ এবং রিক ও সুশীলনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


আরো খবর: