শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় এক লাখ ইয়াবাসহ আটক ১

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

এক লক্ষ পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে কক্সবাজার র‌্যাব-১৫ সদস্যরা। বুধবার রাত ১ টার দিকে উখিয়ার বালুখালীর উখিয়ার ঘাট এলাকা থেকে এ পাচারকারীকে আটক করা হয়।

উখিয়ার বালুখালীর মিয়ানমার মৈত্রী সড়কের পাশে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়কালে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল অভিযান চালায়। এসময় র‌্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের উত্তর রহমতেরবিল গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোঃ এহেছানুল করিম (৩০) আটক করে।

ঐ সময় আটক ব্যক্তির কাঁধব্যাগ তল্লাশী করে এক লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক মোঃ বিল্লাল উদ্দিন জানান।


আরো খবর: