মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় একলাখ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১৭ জুন, ২০২২

কক্সবাজারের উখিয়ায় অভিযান পরিচালনা করে ১ লাখ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব -১৫।

১৫ জুন (বুধবার) রাত ১১টা ৪০ মিনিটের দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং স্টেশন থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক পালংখালী ইউনিয়নের বালুখালীর জমিদারপাড়া এলাকার মৃত সৈয়দ আলমের পুত্র মাহমুদুল হক।

র‌্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে একলাখ ইয়াবাসহ আটক করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত ইয়াবাগুলো টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে তার হেফাজতে রেখে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলো বলে স্বীকার করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।


আরো খবর: