শিরোনাম ::
চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, কর্মবিরতি সত্য প্রকাশই হোক গণমাধ্যমের একমাত্র অঙ্গিকার: কক্সবাজারে বিএফজেইউ মহাসচিব কাদের গনি চৌধুরী সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন ঈদগাঁওতে ট্রেনে কাটা পড়ে নিহত ১ টেকনাফে আবারও দুইজনকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি উখিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত ৩ চকরিয়ায় তুলে নিয়ে যুবকের হাত শরীর থেকে কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসী চকরিয়ায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৪ পলাতক আসামি গ্রেফতার পেকুয়ায় থানার ভেতরে মুক্তিযোদ্ধার ছেলেকে পিটিয়ে জখম, আটক ১ চকরিয়ায় থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ১৪ আসামি গ্রেফতার
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় ইয়াবা কারবারি বখতারের বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

কক্সবাজারের উখিয়া উপজেলা পালংখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বখতার আহমেদের বিরুদ্ধে প্রায় দুই কোটি ত্রিশ লক্ষ বার হাজার আটশত উনাশি টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকালে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭১ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বলে দুদকের কক্সবাজারস্থ সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা গেছে।

সূত্র বলছে, উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আব্দুর রহমান বদি প্রকাশ ইয়াবা বদির সহযোগী ২০১৮ সালে পালংখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বখতার আহম্মদ ৫০ হাজার পিস ইয়াবাসহ আইনশৃঙ্খলা বাহিনী হাতে ঢাকায় গ্রেফতার হয়। একসময়ে তিনি গাড়ির হেলপার হিসেবে কাজ করে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থায় থাকলেও বর্তমানে তিনি কোটিপতির খাতায় নাম লিখেছেন। ওই ব্যবসার সাথে সহযোগি হিসেবে আছেন তার ছোট ভাই জাহাঙ্গীর আলম।

এদিকে মামলার বিষয়টি নিশ্চিত করে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন জানান, মামলা এজাহার দাখিল করা হয়েছে, আদালত পরবর্তী আইনি পদক্ষেপ নিতে নির্দেশনা দিবেন। আমরা নিয়মিত অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কাজ করে যাচ্ছি৷ অপরাধী যতোটা শক্তিশালী হোকনা কেন কেউ রেহাই পাবে না।


আরো খবর: