শিরোনাম ::
র‌্যাবের পৃথক অভিযানে বিদেশী মদ-বিয়ার উদ্ধার,পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেফতার-৩ শান্তিপূর্ণভাবে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন, নির্বাচিত হলেন যারা বঙ্গোপসাগরে লবণবাহী ট্রলার ডুবি : ২৬ জেলেকে উদ্ধার কক্সবাজারের ৩ উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা সাংবাদিক মাহীকে ভুল চিকিৎসার অভিযোগ তদন্তে আসছে উচ্চ পর্যায়ের টিম চকরিয়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় সাবেক সাংসদের পিএসসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা কক্সবাজার সদরে আবছার, মহেশখালীতে জয়নাল ও কুতুবদিয়ায় হানিফ নির্বাচিত সালমান খানের হাতে লেখা চিঠিতে কী লেখা আছে? সৃষ্টিকর্মে বেঁচে আছেন উখিয়ার নুরুল ইসলাম চৌধুরী হায়দরাবাদে ভারী বৃষ্টির কারণে শিশুসহ ৭ জনের মৃত্যু
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

কক্সবাজারের উখিয়ায় আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস /২২ পালন উপলক্ষে আয়োজিত সভায় বক্তরা বলেছেন, দূর্নীতিকে রুখতে হলে গণসচেতনতা সৃষ্টি করা দরকার। প্রয়োজনে প্রতিটি পাড়া-মহল্লায় দূর্নীতি প্রতিরোধ মূলক কমিটি গঠন করতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদেরকে মানবিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে হবে।

উখিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা পরিমল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব।

বিশেষ অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুননেছা বেবি, উখিয়া সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ , থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দে, উখিয়া সরকারি উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক রতন কান্তি দে।

বক্তরা আরও বলেন, দূর্নীতি মানুষের মৌলিক অধিকারগুলো খর্ব করে। যে কারণে ক্ষতিগ্রস্ত ও সুবিধা বঞ্চিত হচ্ছে দেশের সাধরণ মানুষ। এইসবের উত্তোরণ ঘটাতে হলে আমাদেরকে দেশপ্রেম ও সৎ মানষিকতা নিয়ে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম, দূর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সদস্য সাংবাদিক দীপন বিশ্বাস, শিক্ষকা কাজী নিগার সুলতানা, রীতা বালা দে, এনজিও ইপসা কর্মকর্তা মোঃ আদিল উদ্দিন সহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠান পরিচালনা করেন, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও কক্সবাজারস্হ দুদক পিপি মোঃ আবদুর রহিম।

এরআগে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও দুদকের পতাকা উত্তলোনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর শিক্ষার্থী, স্কাউট দল ও বিপুল পরিমাণ নারী পুরুষের অংশগ্রহণে মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। তারপর উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।


আরো খবর: