সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় অস্ত্রসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার, ২০ হাজার ইয়াবা জব্দ

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১২ জুন, ২০২২

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও ২০ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার (১২ জুন) রাত ২টায় বালুখালী টিভি টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল- কুতুপালং ৫ নম্বর ক্যাম্পের মৃত কামাল হোসেনের ছেলে নূর বশর (৩৪), ১৭ নম্বর ক্যাম্পের মৃত ওসমান কাদিরের ছেলে আলী আহাম্মদ (৬১) ও বালুখালী ১০ নম্বর ক্যাম্পের মৃত আব্দুল গফ্ফারের ছেলে মো. রফিক (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী এলাকায় অভিযান চালিয়ে ৩ রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি অস্ত্র ও ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো খবর: