শিরোনাম ::
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ার হরিণমারায় রিজার্ভ জায়গা জবর দখল করে বাড়ী নির্মাণ

নিজস্ব প্রতিবেদক :
আপডেট: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

কক্সবাজারের উখিয়ায় টাকার বিনিময়ে বনবিভাগের জায়গা জবরদখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা।

খোঁজ নিয়ে জানা যায়, উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় রিজার্ভ জায়গা জবর দখল করে স্থাপনা নিমার্ণ করছে ওই এলাকার আবদুস ছালেহ এর ছেলে আবুল হাশেম নামের এক ব্যক্তি।

জায়গাটি চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের দৌছড়ি বনবিটের অধীনে। পাহাড় দখল, অপরিকল্পিত বসতি স্থাপন এবং অবৈধ পাকা দালান নির্মাণের ফলে পাহাড় ধসে প্রাণহানির সম্ভাবনাও দেখা দিয়েছে। জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা বর্তমানে দুঃসাধ্য হয়ে পড়ছে। এ নিয়ে কোনো মাথাব্যথা নেই স্থানীয় বনবিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তাদের।

অনুসন্ধানে জানা যায়, বনবিভাগের কর্মকর্তাদের যোগসাজশে বনবিভাগের দৌছড়ি বনবিটের মুন্সি সোহেলকে ৩০ হাজার টাকা উৎকোচ দেওয়ার মাধ্যমে পাহাড় কেটে বাড়িটি নির্মান করা হচ্ছে। যার ফলে নিধন হচ্ছে গাছপালা, উজাড় হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল।

অভিযুক্ত আবুল হাসেম বলেন, ‘বনবিভাগের অনুমতি নিয়ে আমি বাড়ি নির্মাণের কাজ করছি।

এ বিষয়ে সদ্য যোগদানকৃত বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান বলেন, ‌‌‘বিষয়টি নিয়ে অবগত হয়েছি। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আরো খবর: