শিরোনাম ::
টেকনাফের ২ মাদক ব্যবসায়ীকে দশ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার ভুয়া কাগজে ‘ভোটার হতে গিয়ে’ ৪ রোহিঙ্গা গ্রেপ্তার নাফনদীতে ফেলে যাওয়া ব্যাগ থেকে আড়াই লাখ ইয়াবা উদ্ধার টেকনাফে মাছ ক্রয় করতে আসা অপহৃত দুই রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার-৩ চকরিয়ায় পর্নোগ্রাফি আইনে দুইজন বিভিন্ন মামলায় ৭ আসামি গ্রেফতার চকরিয়ায় রান্নাঘরের গ্যাসের চুলার আগুনে পুড়ে ছাই বসতবাড়ি কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী আহত, পতাকা বৈঠক রিমান্ড শেষে সাবেক মন্ত্রী কামরুল ও এমপি জ্যাকব কারাগারে কৃষ্ণসার হরিণ হত্যা নিয়ে মুখ খুললেন সালমান মুরগির বাচ্চায় প্রতিদিন ৯ কোটি টাকা ‘লুট’, খামার বন্ধের হুঁশিয়ারি
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ার প্রথম ভারপ্রাপ্ত মহিলা ইউপি চেয়ারম্যান হওয়ার গৌরব অর্জন করেছেন ফরিদা ইয়াছমিন

নিজস্ব প্রতিবেদক :
আপডেট: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সৈয়দ আলম চিকিৎসাকালীন ছুটি নিয়েছেন। তাঁর অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন কে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২৫ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ৩০ দিন পর্যন্ত চিকিৎসার জন্য জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সৈয়দ আলম ভারতে অবস্থানকালে ফরিদা ইয়াসমিন দায়িত্বে থাকবেন। এর মাধ্যমে তিনি উখিয়ার প্রথম ভারপ্রাপ্ত মহিলা ইউপি চেয়ারম্যান হওয়ার গৌরব অর্জন করেছেন ফরিদা ইয়াছমিন।

উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য হিসাবে তিনি নির্বাচিত হন। ফরিদা ইয়াসমিন উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ইনানীর গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ মাষ্টার মোঃ ইসহাক আহমেদের কন্যা ও ইনানী হাসপাতালে দাতা আব্দুল বারী সিকদারের নাতি।

তিনি এর আগেরবারেও জালিয়া পালং ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য ছিলেন।

পারিবারিক জীবনে ফরিদা ইয়াসমিনের ১ মেয়ে ও ২ ছেলে রয়েছেন। একমাত্র মেয়ে আজিজা বিনতে মাহমুদ চট্টগ্রাম কলেজ এর সমাজ বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স শেষ করে বর্তমানে কক্সবাজার আইন কলেজে দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত আছেন। বড় ছেলে আজিজ বিন মাহমুদ দেশে উঁচ্চ শিক্ষা শেষ করে বর্তমানে আমেরিকার International American University তে এমবিএ করছেন। সবার ছোট সন্তান আনিস বিন মাহমুদ নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ শেষ করে বিদেশে উঁচ্চ শিক্ষা নিতে যাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন।


আরো খবর: