শিরোনাম ::
মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ বেড়ে ১৪৫ ঈদে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত বাংলাদেশে উগ্রপন্থা নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বিভ্রান্তিকর ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু মিয়ানমারে পৌঁছেছে বাংলাদেশের ৫৫ সদস্যের উদ্ধার ও চিকিৎসা দল ৯০ বছর বয়সে মারা গেলেন ‘শোগান’ তারকা রিচার্ড চেম্বারলেইন নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩ গাজা পরিস্থিতিতে জড়িত ‘সব পক্ষ’কে যুদ্ধবিষয়ক আইন মানতে হবে ৬৬ বছর বয়সে স্বাভাবিকভাবে দশম সন্তানের মা হলেন জার্মান নারী মুক্তির প্রথম দিনই পাইরেসির কবলে শাকিবের ‘বরবাদ’
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় বিজিবির অভিযানে ৭০ হাজার ইয়াবা ফেলে পালালো মাদক কারবারিরা

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদক কারবারিদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

এ সময় ঘটনাস্থল থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ৪ নম্বর রাজাপালং ইউপির আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদি হোসাইন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে ইয়াবা চোরাকারবারিদের একটি দল মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান নিয়ে বাংলাদেশে আসছে।

এ খবরের ভিত্তিতে রেজুআমতলী ফাঁড়ির একটি বিশেষ টহল দল গোদা আমবাগান এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা সাতটার দিকে কয়েকজন ইয়াবা কারবারি হেঁটে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে শুরু করেন।

এ সময় বিজিবির সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করলে ইয়াবা কারবারিরা গুলি ছুড়তে থাকেন। এ সময় বিজিবি আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে ইয়াবা কারবারিরা তাঁদের সঙ্গে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত জঙ্গলের দিকে পালিয়ে যান।

মেহেদি হোসাইন বলেন, পরে ওই ব্যাগের ভেতর থেকে ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আরো খবর: